জোতির্বিজ্ঞানী কেপলারের সূত্রসমূহে আপনার প্রশ্নের জবাব বিস্তারিত আলোচিত হয়েছে।
প্রথম সূত্র: প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে একটি উপবৃত্তাকার কক্ষপথে পরিক্রম করে। উপবৃত্তটির একটি ফোকাস বিন্দুতে (উপকেন্দ্র) সূর্যের অবস্থান।
দ্বিতীয় সূত্র: সূর্য থেকে কোনও গ্রহ পর্যন্ত একটি সরল রেখা কল্পনা করা হয়, তা হলে গ্রহটি চলাকালে কল্পিত রেখাটি সমান সময়ে সমান ক্ষেত্র রচনা করবে।
প্রথম সূত্র থেকে জানতে পারি বছরের বিভিন্ন সময়ে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ভিন্ন হয়। তাই যদি হয়, দ্বিতীয় সূত্র থেকে জানতে পারি, যে মাসগুলোতে পৃথিবী সূর্যের সবচাইতে কাছে অবস্থান করে, সে দিনগুলোতে এর বেগ তুলনামূলক বেড়ে যায়। অর্থাৎ, সূর্যের চারদিকে পৃথিবী সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে না।
(কেপলারের সূত্র অত্যন্ত জটিল বিষয়। ছবি না এঁকে এটি বোঝানো মোটেও সহজ কাজ নয়। ভালো ভাবে বোঝার জন্য এ ভিডিও দেখতে পারেন:
https://youtu.be/eTNN3td_x-E)