জলাতঙ্কের টিকা গ্রহণে শতভাগ জলাতঙ্ক প্রতিরোধ করা যায়। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, টঙ্গী জেনারেল হাসপাতাল, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দেশের প্রায় সবকটি জেলা সদরে অবস্থিত হাসপাতালের জরুরি বিভাগে বিনা মূল্যে জলাতঙ্কের এই টিকা প্রদান করা হয়। কামড়ানো প্রাণীর দেহে র্যাবিসের জীবাণু না থাকলেও টিকা নিতে কোন অসুবিধা নেই।
আপনার আশেপাশে প্রশিক্ষিত কোন চিকিৎসকের পরামর্শক্রমেও টিকা নিতে পারেন। তাছাড়া চিকিৎসক বিস্তারিত জেনে গ্রেড অনুযায়ী আপনার চিকিৎসার পদ্ধতি ঠিক করবেন। প্রাণীর কামড়ের দিনই প্রতিষেধক টিকা নেয়া শুরু করতে হয়। সময়মত টীকা নিয়ে জলাতঙ্কের ঝুঁকি প্রায় শতভাগ এড়ানো সম্ভব।