নিশাত তাসনিম : জলাতঙ্ক সাধারণত রেবিজ দ্বারা আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড় ও লালার মাধ্যমে বিস্তার লাভ করে। ইঁদুর জাতীয় স্তন্যপায়ী প্রাণী বা রোডেন্ট যেমন : খরগোশ, কাঠবিড়ালী, সজারু এবং ইঁদুর এরা জলাতঙ্কে সংক্রামিত হওয়ার ধটনা বিরল এবং এদের থেকে মানুষের দেহেও জলাতঙ্ক সংক্রামিত হওয়ার কেসের সংখ্যাও কম। বিরলক্ষেত্রে যদি আপনার খরগোশ রেবিজ দ্বারা সংক্রমণ হয়েও থাকে তবে লক্ষণ দেখা দিবে। সেক্ষেত্রে আপনি খরগোশকে রুটিন চেকআপ করতে পারেন নিজেই, খরগোশের মাঝে রেবিজ দ্বারা সংক্রমণের লক্ষণ প্রকাশ পেয়েছে কিনা নজর রাখতে পারেন।