স্বাভাবিক এর তুলনায় অত্যাধিক পরিমানে হাত ও হাতের তালু ঘামতে থাকলে তা হাইপার হাইড্রোসিস (HyperHydrosis) হিসেবে চিহ্নিত করা সম্ভব।
এর থেকে পরিত্রানের জন্য নানা ধরনের পদ্ধতি অবলম্বন করা যায় তবে উচিত ধাপে ধাপে অগ্রসর হওয়া। উপায়গুলো নিচে দেওয়া হলো:
- Antiperspirant (বিশেষ এক ধরনের প্রলেপ)
- Iontophoresis (সরাসরি বিদ্যুৎ ব্যাবহার করে হাতের মধ্যে আয়োনাইজড পানি সরবরাহ করা হয়)
- Oral medicine
- Miradry (এই পদ্ধতিতে মাইক্রোওয়েভ শক্তি ব্যাবহার করে ঘাম গ্রন্থিগুলো নষ্ট করে দেওয়া হয়)
- Laser (লেজার ব্যাবহার করে ঘাম গ্রন্থিগুলো নষ্ট করে ফেলা হয়)
- Surgery (উপরের বাকি সব কাজ না করলে সর্বশেষ Thoracic Sympathectomy নামক একটা পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।)
অবশ্য ডক্টরের পরামর্শ ছাড়া Antiperspirant ছাড়া বাকিগুলো অবলম্বন না করাই ভালো বলে আমি মনে করি।
Touhid