রোগ নিয়ন্ত্রণ মানে হচ্ছে কোনো রোগকে একটা সহনশীল মাত্রার ভিতরে রাখা যাতে করে একজন মানুষ তার দৈনন্দিন স্বাভাবিক কাজগুলো করতে পারে আর রোগ নির্মূল মানে হচ্ছে সম্পুর্ন সুস্থ ভাবে জীবনযাপন করা । রোগ নির্মূল হ‌ওয়া মানে রোগ নিয়ন্ত্রণে থাকা কিন্তু রোগ নিয়ন্ত্রণ মানে রোগ নির্মূল না।