সুপার গ্লুর মূল উপাদান সায়ানোঅ্যাক্রিলেট। সুপার গ্লুর রাসায়নিক সংকেত হলো, C5H5NO2 ।
সায়ানোঅ্যাক্রিলেট হচ্ছে এমন এক ধরনের অ্যাক্রিলিক রেসিন পদার্থ যা মহুর্তেই শক্ত হয়ে যায় এবং খুব শক্তিশালী বন্ধন তৈরি করতে সক্ষম।
যার ফলে কোন জিনিস জোড়া লাগাতে সুপারগ্লু খুবই কার্যকরী।
তবে এক্ষেত্রে সাহায্যকারী ভুমিকা পালন করে থাকে হাইড্রক্সিল আয়ন যে উপাদান পানিতে থাকে।
আমরা যেসব বস্তুতে গ্লু ব্যবহার করে থাকি তার পৃষ্ঠদেশে বাতাসের আর্দ্রতার কারণে অল্প পরিমাণে হলেও পানি বা জলীয় বাষ্প থেকেই যায়।
যেকারণে লাগানোর প্রায় সঙ্গে সঙ্গেই এটি শক্ত হয়ে যায়। এবং দুটি পৃষ্ঠ একসাথে লেগে যায়।