সুপার গ্লুর মূল উপাদান হচ্ছে cyanoacrylate। এই উপাদানের উপস্থিতির জন্য সুপার গ্লু কোথাও লাগানোর সাথে সাথে শক্তিশালী বন্ধন তৈরি করে। বাতাসের সংস্পর্শে সুপার গ্লু এর বন্ধন প্রক্রিয়া ট্রিগার হয়। বেশিরভাগ সুপার গ্লু রেসিন বেজড হওয়ায় এরা বাতাসে উপস্থিত পানির সাথে রাসায়নিক বিক্রিয়া করে তাপ উৎপাদন করে। গরম ও ঠান্ডা হওয়ার প্রক্রিয়ার সাথে সাথে সুপার গ্লু কোন বস্তুর পৃষ্ঠে শক্ত হয়ে বন্ধন গঠন করে। সুপার গ্লু তাপ উৎপাদক উপাদান এর জন্য কিছু কিছু ক্ষেত্রে সুপার গ্লু ব্যবহার করা যায়না। যেমন : সিল্ক বা প্লাস্টিক বা পলিথিন এর সারফেসে। সুপার গ্লু কাঠ, ধাতু, রাবার, কটন, তাপরোধী প্লাস্টিকে ব্যবহার করা যায়।
ক্রেডিট: নিশাত তাসনিম