সুপার গ্লু বাতাসের জলীয় বাষ্পের সংস্পর্শে আসলে জমে শক্ত হয়ে যায়। যেহেতু বেশিরভাগ সুপার গ্লু রেজিন বেজড (ভিত্তিক) বাতাসের পানির কণাগুলো সুপার গ্লু এর সাথে বিক্রিয়া করে ফেলে। এর ফলে অণুগুলো দ্রুত উত্তপ্ত হয়ে ঠান্ডা হয়ে যায়। এই উত্তপ্ত হওয়া এবং ঠান্ডা হওয়ার ফলেই সুপার গ্লু এর বন্ড গুলো শক্ত হয়ে যায়।