ত্বকে সুপার গ্লু পড়লে তা মুছে ফেলার কিছু উপায়:
১. ত্বকের যেখানে সুপার গ্লু পড়েছে সেখানে অল্প পরিমাণে অ্যাসিটোন ঘষুন। আলতো করে আটকে যাওয়া ত্বক ছাড়ানোর চেষ্টা করুন(যেমন দুটো আঙ্গুল আটকে যেতে পারে)। খুব জোরে টানা যাবে না কারণ ত্বক ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছাড়িয়ে ফেলার পর সাবান এবং গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শুষ্কতা রোধ করতে ত্বকে ময়েশ্চারাইজার লাগান।
২. ত্বকের যেখানে সুপার গ্লু পড়েছে সেখানে একটি তৈলাক্ত পদার্থ ঘষুন। লোশন,তেল, পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা যেতে পারে। কারণ তেল সায়ানোক্রাইলেট বন্ড ভেঙে দেয়। সুপার গ্লু আটকে যাওয়া ত্বকে তেল ঘষে অল্প অল্প করে ছাড়ানোর চেষ্টা করুন।
সোর্স: Cleveland Clinic