আগুন হল কোন বস্তু থেকে এনার্জি রেডিয়েশনের একটা দৃশ্যমান রূপ। আমরা যখন আগুন জ্বালাই তখন জ্বালানীর শক্তি তাপও আলোক শক্তিতে রুপান্তর হয় তাপ ও আলো মূলত ইলেক্ট্রোম্যগনেটিক রেডিয়েশনের দুইটা রূপ।
এই রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য ৪৮০-৭২০ ন্যনোমিটারের মধ্যে হলে আমরা তা দেখতে পারি বাকী গুলো দেখতে পারি না।কয়েলের কাছাকাছি অংশে রেডিয়েশনের এনার্জি বেশি থাকায় তরঙ্গদৈর্ঘ্য ৪৮০ ন্যনোমিটারের চেয়ে কম থাকে তাই আমরা এটা দেখি না।
আর আগুনের শিখার উপরের অংশে এনার্জি কম থাকে বিধায় তরঙ্গদৈর্ঘ্যে ৭২০ ন্যনোমিটারের বেশি হয় তাই সেটাও দেখি না।শুধু মাঝখানে আলো টা দেখি।