কোনো অনুষ্ঠানে খাওয়ার টেবিলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব হয়তো সবাই একসঙ্গে খেতে বসেছেন। খাওয়ার ফাঁকে ফাঁকে দু-একটা কথাও বলছেন। এমন অবস্থায় কেউ যদি খাবার চিবানোর শব্দ করে তবে অনেকেই বিরক্ত হয়। এটা যেমন বদভ্যাস, তেমনই খাবার প্লেটে হাত দিয়ে অহেতুক শব্দ করাও অভদ্রতার মধ্যে পড়ে। পরিবারের সদস্যরা হয়তো আপনার সমস্যার কথা জানেন, তাঁরা হয়তো মেনেও নিয়েছেন। কিন্তু অনেকেই আপনার এমন আচরণে বিরক্ত হবেন। আপনার আদবকেতা নিয়ে প্রকাশ্যে, নিদেনপক্ষে মনে মনে প্রশ্ন তুলবেন। অথচ আপনি নিজে চাইলেই এমন অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারেন।