মানব সম্প্রদায়ের একটি বিরাট অংশ মনে করে তারা জ্ঞান ও দক্ষতার দিক দিয়ে সাধারণ মানুষদের তুলনায় উচ্চ অবস্থানে রয়েছে। মনস্তত্ত্বে এই ব্যাপারকে বলা হয় অলীক উচ্চতরবোধ বা "Illusory Superiority'। একটি বিশেষ ধরনের অলীক উচ্চতরবোধ হলো ডানিং-ক্রুগার ইফেক্ট (Dunning-Kruger Effect)। এই তত্ত্ব বলে, মানুষ নিজের বাস্তব ক্ষমতার উপর ভিত্তি করে তাদের যোগ্যতাগুলোকে মাত্রাতিরিক্ত মূল্যায়ন করে থাকে। যার পারদর্শিতা যত কম, তার নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করার হার বা নিজেকে অধিকতর দক্ষ ও যোগ্য মনে করার হার তত বেশি। উল্টোদিকে, যারা প্রকৃতই যোগ্য, তারা বরং নিজেদের খানিকটা অবমূল্যায়ন করে থাকেন। এই তত্ত্বের আরেকটি বিবেচ্য বিষয় হলো, অপেক্ষাকৃত কম যোগ্য মানুষরা বাস্তব পরিস্থিতির সম্মুখীন হয়ে নিজের প্রকৃত যোগ্যতা উপলব্ধি করার পরেও নিজেদের সম্পর্কে তাদের মনোভাব পরিবর্তন করেন না।
credit:quora.