কোনো একটা উদ্দীপনার প্রতি সাড়া দেওয়ার জন্য প্রাণী সাথে সাথে যেই কাজটা করে সেটাকে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স বলা হয়। তার মানে, উদ্দীপনা যদি একটা একশন হয় তাহলে সেই একশনের প্রতি রিয়েকশন হচ্ছে রিফ্লেক্স।
একটি উদ্দীপনা যত শক্তীশালী হবে, তার প্রতি রিফ্লেক্স হবে তত দ্রুত।
তার মানে,
রিফ্লেক্স ∝ উদ্দীপনা