মন বলতে বিজ্ঞানের ভাষায় কোনো বস্তু নেই, আমরা সাধারণত বলে থাকি যে আমি মন থেকে এটা ভেবেছি বা মন থেকে কাউকে ভালোবাসি তবে সেটা সম্পূর্ণ ভুল হবে। কারণ, বিজ্ঞানের ভাষায় আমরা যেসব চিন্তাভাবনা করি বা সিদ্ধান্ত নেই তা সব আসে মস্তিষ্কের পেছনের অংশ থেকে। যে অংশের নাম "হাইপোথ্যালামাস"। মূলত আমরা এটাকেই মন বলে থাকি।