প্রশ্নটি করার জন্য ধন্যবাদ, Biologicaly মন বলে কোনো বিশেষ বস্তু নেই। কিন্তু physiologically এবং philosophical দিকে দেখলে মনের অস্তিত্ব আছে। সেটা মানুষের হৃদয়ে আছে বলে মনে করা হয়। একটু ভালো ভাবে খেয়াল করলে দেখতে পাবেন, আপনি কোনো কিছু বিষয়ে shocked অথবা আনন্দিত হলে,আপনার ব্রেন বা মস্তিষ্ক এই ব্যাপারে সারা দেয়। আর কিছু মনে রাখার কথা বলা হলে সেটা ব্রেন বা মস্তিষ্কে এসে জমা হয় এবং এর ভিত্তি তে মস্তিষ্ক response করে বা সারা দেয়। philosopher Immanuel Kant এর মতে 'মন হলো সাদা অলিখিত কাগজের মত' ।
জড়বাদী দার্শনিকগণ মনে করেন যে, মানুষের মনের প্রবৃত্তির কোন কিছুই শরীর থেকে ভিন্ন নয়। বরং মানুষের মস্তিষ্ক থেকে উদ্ভূত শারীরবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে মন গড়ে উঠে।
আশা করছি আমি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি।