অধিকাংশ সময় খারাপ কাজ করতে গেলে মন তা করতে দেয়। খারাপ কাজে মানুষের মন বেশি উতসাহিত করে। কিন্তু মাঝে মাঝে তা হয় না। কারনঃ
ব্রেইন পটেনশিয়াল (ERPS) যেগুলো সংবেদনশীলতা, কগনিটিভ কিংবা মোটর নিয়্রন এর মত স্নায়বিক উদ্দিপনা নিয়ন্ত্রন করে সেগুলো নেতিবাচক বা খারাপ কাজের ঘটনায় বেশি স্ক্রিয় হয়।সাইকোলজিস্ট "John Cacioppo" গবেষনা করেন পহিটিভ, নেগেটিভ ও নিউট্রাল ঘটনায় ব্রেনের কার্যক্ষন্তা নিয়ে। সেখানে থেকে এটা দেখেন ব্রেনের কার্যক্ষমঅতা পজিটিভ কিংবা নিউট্রালের তুলনায় নেগেটিভ ইফেক্টে ব্রেন বেশি কাজ করে। এর একটি কারণ হতে পারে বিবর্তন। প্রাচীন কালে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে বাচতে হতো মানুষদের। তাই প্রত্যেক ঘটনায় নেতিবাচক দিক ভেবে সামনে এগিয়ে যাওয়া ও বাচার লড়াই করার এই দিকটা পরবর্তী প্রজন্ম পেয়ে এসেছে।
এখন নেগেটিভ ঘটনা গুলো কার মস্তিষ্কে কিরকম প্রভাব ফেলে তার নির্ভর করে পারিপার্শ্বিক পরিবেশের উপর। এজন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় মানুষ জেনে বুঝে একটা খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে।
অনেক সময় পারিপার্শ্বিক পরিবেশের উপর ভিত্তি করে খারাপ কাজ টা বুঝে পিছনে এসে পরে অনেকে। তাদেরই খুব কম সংখক মানুষের ক্ষেত্রে খারাপ করার আগে পিছিয়ে এসে পরে।
ক্রেডিটঃ মিথিলা ফারজানা মেলোডি আপু