যখন প্রচন্ড গরম হয় তখন দেহের অভ্যন্তরীণ তাপমাত্রার ভারসাম্য রক্ষা ও দেহ থেকে অতিরিক্ত বর্জ্য পদার্থ নিঃসরণ এর জন্য অবস্থিত ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসরণ হয়। অতিরিক্ত গরম ও আদ্রর্তাযুক্ত আবহাওয়াতে ঘর্মগ্রন্থিগুলো অতিরিক্ত ঘাম নিঃসরণ করার চেষ্টা করে কিন্তু ধুলাবালি এবং নানা রকমের ময়লা আবর্জনা জমে যখন আমাদের দেহত্বকে অবস্থিত ঘর্মগ্রন্থির মুখগুলো বন্ধ হয়ে যায় এবং সেখানে তখন স্টেফ এপিডারমাইডিস নামক জীবাণুর সংক্রমণ হয় এবং দেহ থেকে ঘাম বেরোতে না পেরে ফুসকুড়ি বা দানার আকারে ঘাম সেখানেই জমা হয় যাকে চিকিৎসাবিজ্ঞানে বলা হয় মিলিয়ারিয়া বা ঘামাচি।