এটা আমাদের মনমানসিকতার উপর ডিপেন্ড করে।আমরা যখন প্রাতিষ্ঠানিক বই পড়ি তখন আমরা মনে মনে ভেবে নিই যে " এটা কতো কঠিন, আমাকে এটা মুখস্ত করতে হবে" এছাড়া আমরা প্রাতিষ্ঠানিক বই বিনোদনের উদ্দেশ্যে পড়ি না যার ফলে তা আমাদের কাছে একটু অন্যরকম ভাবেই আসে অথবা আমরাই এটাকে একটু অন্যরকম ভাবে নেই। অন্যদিকে গল্প কিংবা উপন্যাস পড়লে আমাদের মন প্রফুল্ল থাকে, আবার আমরা এই ধরণের বইগুলো বিনোদনের উদ্দেশ্যে পড়ি। তাই,, মূলত মনের ভাবের পরিবর্তনের জন্য প্রাতিষ্ঠানিক বই পড়তে আমাদের ভালো লাগে না কিন্তু গল্পের বই পড়লে আমাদের ভালো লাগে।