Nishat Tasnim -
"পড়তে ভালো লাগে না। পড়ার টেবিল, বই, খাতা কিছুই ভালো লাগেনা।", এই সমস্যার সম্মুখীন অনেক শিক্ষার্থীই হয়। এর জন্য দায়ী করা হয় মূলত মনোযোগ কে। মনোযোগ দেওয়ার ক্ষমতা প্রায় সবারই আছে। কিন্তু সবার মনোযোগের ক্ষেত্র এক নয়। পড়তে ভালো না লাগার কারণ হচ্ছে পড়ার বিষয় খুব কঠিন, তাই অনেকেই পড়া এড়িয়ে চলতে চান। আরেকটি কারণ হচ্ছে না বুঝে বুঝে মুখস্থ করে পড়া, এর ফলে পড়া বেশিক্ষণ মনেও থাকেনা, প্রয়োগও সেভাবে করা যায়না। এর ফলে পড়ালেখার প্রতি অনীহা সৃষ্টি হয়। অনেকেই পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার লক্ষে পড়াশুনা করেন, পড়তে হবে শিখার জন্য। তাহলেই পড়ার আনন্দ পাওয়া যাবে। বর্তমান যুগে পড়ায় মন না বসার মূখ্য কারণ হচ্ছে ফেইসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম। এইসব থেকে চাইলেও দূরে থাকা সম্ভব নয়। তাই পড়ার জন্য সময় ঠিক করতে হবে, যখন আপনি পড়তে বসবেন তখন ফোন দূরে সরিয়ে রাখতে হবে। সমস্ত মনোযোগ পড়ায় দিতে হবে। অনেকেই আছেন সারা রাত জেগে পড়ালেখা করেন, এটিও অনীহার জন্ম দিতে পারে। শরীর ও মস্তিষ্কের বিশ্রাম প্রয়োজন এটি ভুলে গেলে চলবে না। পড়ালেখার প্রতি অনীহা কাটাতে ফাঁকে ফাঁকে ব্যায়াম করা, ছোট ছোট বিরতি নেওয়া যেতে পারে।