ফেসবুকে কিভাবে লিখে সার্চ দিলে কেন অন্যরকম সাজেশন আসে তা জানার জন্য হলে সার্চ সাজেশন কিভাবে তৈরি করা হয় তা জানতে হবে।
মূলত ফেসবুক সার্চ অ্যালগরিদম তিন ভাবে কাজ করে-
১. আপনার পার্সোনাল ইন্টারেস্ট, লাইক, কন্টেন্ট এর উপর
২. পিপলস সার্চ অ্যাকটিভিটির উপর
৩. আপনার ফ্রেন্ডস এর লাইক, কিংবা কমেন্ট, বা শেয়ারিং, ট্যাগিং এর উপর।
১. আপনার ব্যক্তিগত বিষয়,যেমন -আপনি আপনার আইডি থেকে কোন পোস্টে লাইক দিয়েছেন, কিংবা আপনি কোন ধরনের কন্টেন্ট শেয়ার করেন, কিংবা কোন ধরনের ভিডিও বরাবর দেখতে পছন্দ করে থাকেন, কিংবা বারবার দেখে থাকেন, কোন ধরনের টপিকে আপনি গুগলে কিংবা ইন্সটাগ্রামে সার্চ করছেন, বা আপনার লোকেশন এর উপর ভিত্তি করে ফেসবুক আপনাকে সার্চ সাজেশন শো করবে।
২. পিপলস সার্চ অ্যাক্টিভিটি- সাধারণত জনপ্রিয় সার্চ টপিকগুলো এখানে উঠে আসে। যেমনঃ মেসি-রোনালদো কোনো ম্যাচে আপনি "Mes" লিখলেই আপনাকে মেসি- রোনালদো নিয়ে পোস্ট, মেসির পেজ, রোনালদোর পেজ, বিভিন্ন ফুটবল ক্লাব (বার্সা, জুভেন্টাস) এসব শো করবে। ফেসবুকে "কিভাবে" লিখে সার্চ করাতেও এই অ্যালগরিদম কাজ করছে। এখন এই সার্চ সাজেশন হয়তো খুব বেশি সময় থাকবে না, যতক্ষণ না মানুষ এই সাজেশনে ক্লিক করে কিংবা সাজেশনের উপর ভিত্তি করে আসা পোস্টে ক্লিক করে, বা ভিডিও দেখে।
৩. ধরুন, আপনার ফ্রেন্ড আপনাকে ট্যাগ করে একটা পোস্ট দিলো, লোকেশন "লা মেরিডিয়ান হোটেল", আপনি কিন্তু লা মেরিডিয়ান এ ছিলেন না, কিন্তু আপনি সার্চ ও করেন নি, কিন্তু লা মেরিডিয়ান এর পোস্ট হয়তোবা আপনার সামনে আসতে শুরু করবে, কিংবা আপনি যখন "লা" সার্চ দিতে যাবেন তখনও ওই হোটেলটাই শো করবে৷ আবার আপনি যাকে ফলো করেন না, বা কারো ভিডিও আপনি দেখেন না, আপনার ফ্রেন্ডস এর ইন্টারেকশন হয়ে থাকলে সেই ভিডিও আপনার ফেসবুক ওয়াচলিস্টে আসবে।
এখন ফেসবুকের এই কিভাবে লিখে সার্চ করার পর যে সাজেশন সেটা মেইনলি হচ্ছে পিপলস সার্চ অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে, আর আপনার ফ্রেন্ডলিস্ট এর কারো ইন্টারেকশনস ঘটলে তার উপর ভিত্তি করে।