বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম কোনটি যদি জিজ্ঞেস করা হয়, তবে অধিকাংশ মানুষই উত্তর দিবে "ফেসবুক "। এখনকার দিনে ফেসবুক কিন্তু সামাজিক মিথস্ক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সময়ের ৫ টি বড় কোম্পানির মধ্যে ফেসবুক অন্যতম। স্ট্যাটিস্টার মতবাদ অনুসারে, ২০১৯ সালে ফেসবুকের বার্ষিক আয় ছিলো প্রায় ৭০.৭ বিলিয়ন ইউএস ডলার। বিশ্বের এতো বড় কোম্পানিগুলোতে অনেকেরই স্বপ্ন থাকে চাকরি করার। আপনারও হয়তো আছে। কিন্তু কিভাবে পাবো চাকরি তা নিয়ে দুশ্চিন্তার অন্ত নেই অনেকেরই।
প্রথমেই বলে রাখি সাধারণ একটা বিষয়, যেটা গুগল বলেন, কিংবা ফেসবুক অথবা অ্যামাজন বা মাইক্রোসফট, যেখানেই আপনি আবেদন করেন না কেন, আপনাকে প্রথমে আপনার আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমাদানের পর, তারা আপনার শিক্ষাগত যোগ্যতা এবং কি কি অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন তা দেখে আপনাকে সাক্ষাৎকারে ডাকবে। যদি আপনি সাক্ষাৎকারে উত্তীর্ণ হন,তাহলে তারা আপনাকে তাদের একজন কর্মী হিসেবে নিয়োগ প্রদান করবে।
এরও বাইরে আপনার কিছু দক্ষতা থাকা লাগবে,যার জন্য আপনি খুব সহজেই ফেসবুকের মতো একটি প্রতিষ্ঠানে চাকরি পেতে পারেন।
১.আপনাকে কোডিংয়ে ভালো দক্ষতা অর্জন করতে হবে,কারণ একজন ভালো প্রোগ্রামারই পারে যেকোনো সিস্টেমের ইন্টার্নাল সমস্যার ভালো সমাধান দিতে, যা বর্তমান ফেসবুকের তথ্যকে সুরক্ষিত রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
২. আপনাকে যেকোনো সমস্যার খুব দ্রুত সমাধান বের করার দক্ষতা অর্জন করতে হবে,যাতে করে কোনো সমস্যায় পড়লে আপনি বিষয়টি খুব সুন্দরভাবে সমাধান করতে পারেন।
৩. আপনার গণিতে এবং প্রযুক্তি সম্পর্কিত তথ্যে জ্ঞানার্জন থাকতে হবে।
৪. আপনাকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং ব্যবহারের ব্যাপারে অবগত থাকতে হবে। সাথে আপনাকেও বিভিন্ন সৃজনশীল চিন্তার অধিকারী হতে হবে।
৫. এবং সর্বশেষে আপনাকে বিভিন্ন ধরনের, বিভিন্ন বিষয়ে পারদর্শী হতে হবে।
এরই সাথে আপনাকে কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট হতে হবে। এখন অনেকেরই মনে এই প্রশ্ন উঁকি দিবে যে, "আমি যদি কম্পিউটার সাইন্সের স্টুডেন্ট না হই তবে কি আমি এধরনের চাকরি করার সুযোগ পাবে না?" উত্তর হচ্ছে, জ্বী আপনি পারবেন, কিন্তু তার জন্য আপনাকে উপর্যুক্ত নির্দেশনাগুলো মেনে চলতে হবে।
পরিশেষে, আপনার ফেসবুকে চাকরির জন্য সবধরনের দক্ষতাই আয়ত্ত্ব করতে হবে, বিভিন্ন অভিজ্ঞতাও অর্জন করতে হবে, তবে আপনি পারবেন আপনার কাঙ্ক্ষিত কর্মস্থলে একটি ভালো অবস্থানে চাকরি পেতে।
লেখকঃ Nafisa Tasmiya
#science #bee #facebook #job #Bangladesh