ম্যালওয়্যারঃ ম্যালওয়্যার হলো এমন এক ধরনের ম্যালিসিয়াস সফটওয়্যার যা আপনার কম্পিউটার/ডিভাইসে যুক্ত হয়ে আপনার ডিভাইস স্লো করে দেওয়া, কিংবা কার্যক্ষমতা নষ্ট করে দেওয়ার কাজ করে থাকে।
স্পাইওয়্যারঃ স্পাইওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার প্রোগ্রাম যা ম্যালওয়ারের বৈশিষ্ট্যসহ আরও কিছু কাজ করে থাকে। যেমনঃ ডিভাইস কারো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে কোনো থার্ড পার্টিকে হস্তান্তর করা, কিংবা আপনার অনুমতি ব্যতীত আপনার ডিভাইস ব্যাকগ্রাউন্ডে সচল করা। এমন এক ধরনের স্পাইওয়্যার বর্তমানে বেশ আলোচিত তা হলো Pegasus Spyware.
ভাইরাসঃ ভাইরাস এক ধরনের ম্যালওয়ার প্রোগ্রাম যা আপনার কম্পিউটারে এন্ট্রি নিয়ে আপনার ডাটা মুছে ফেলতে পারে, কিংবা ডাটায় চেঞ্জ আনতে পারে। এর থেকেও বড় যে ফ্যাক্টর তা হচ্ছে ভাইরাস নিজে নিজেদের রেপ্লিকেট করতে পারে। ভাইরাস যেকোনো কিছু থেকে ডিভাইসে প্রবেশ করতে পারে, হতে পারে তা ইমেজ কিংবা ডকুমেন্ট।