Nishat Tasnim-
আমাদের পৃথিবীর সর্বত্র জীবাণু ছড়িয়ে আছে। জীবাণুর চারটি প্রধান ভাগ হচ্ছে: ব্যাকটেরিয়া, ভাইরাস, ফানজাই, প্রোটোজোয়া। তাই ভাইরাসকে আমরা জীবাণু বলতে পারি।
তবে বাংলা উইকিপিডিয়ায় ভাইরাসকে জীবাণু না বলে বস্তু বলা হয়। কারণ, জীবদেহ ডিএনএ,আরএনএ ও নিওক্লিক এসিড দিয়ে গঠিত প্রোটিন বিধায় ভাইরাস অকোষীয়। অর্থাৎ ভাইরাস জীব আর জড়ের মাঝামাঝি একটা জিনিস৷ তাই ক্ষেত্রবিশেষে একে অণুজীব বা জীবাণু বলা যেতেই পারে।