Blue-Collar Job সম্পর্কে জানতে হলে, Blue-Collar Job এবং White-Collar Job উভয়টি সম্পর্কে জানা দরকার। তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। নিম্নে উভয় বিষয়ে সংক্ষেপে আলোকপাত করা হলো-
Blue-Collar Job: যে সকল শ্রমিক কায়িক শ্রম অর্থাৎ শারীরিক শ্রম দিয়ে কাজ সম্পাদন করেন, তাদের কাজ কে বলা হয় Blue-Collar Job।
উদাহরণস্বরূপঃ ড্রাইভার পদে চাকরি, ডেলিভারি ম্যান এর চাকরি, হাউজকিপার এর চাকরি, অগ্নি নির্বাপক, বিক্রয় প্রতিনিধির চাকরি ইত্যাদি।
অতএব, Blue-Collar Job বলতে শারীরিকভাবে ক্লান্তিকর এমন কাজকে বোঝায়। Blue-Collar কর্মীরা নীল পোশাক পরেন যাতে ময়লা এবং ধূলিকণা প্রদর্শিত না হয়। সাধারণত এ জবের জন্য স্নাতক ডিগ্রী প্রয়োজন হয় না।
White-Collar Job: White-Collar Job বলতে সেইসব কর্মকর্তাদের চাকরি বোঝায়, যাদের শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না এবং কাজটি সম্পূর্ণ জ্ঞানমুখী হয়।
উদাহরণস্বরূপঃ সফ্টওয়্যার ডেভেলপার, হিসাবরক্ষক, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি।
অতএব, White-Collar Job বলতে যেখানে কোনও ব্যক্তিকে প্রশাসনিক বা পেশাদার কাজ করতে হয়। White-Collar কর্মীরা সাদা রঙের পোশাক পরেন কারণ তাদের কর্মক্ষেত্রটি বেশ পরিষ্কার। এক্ষেত্রে দেখা যায় White-Collar কর্মীরা যেভাবে পরিস্কার কাপড় পড়ে আসেন ঠিক সেভাবেই আবার ফিরে যান৷ সাধরণত এ জবের জন্য স্নাতক ডিগ্রী প্রয়োজন হয়।