ওভার মানেই বেশি , কেউ যখন প্রয়োজনের তুলনায় বেশি চায় তখনি ওভার থিঙ্ক করা শুরু করে । মূলত কাউকে হারানোর ভয় অথবা কোন কিছু না পাওয়ার ভয় থেকে এটা আসে।
প্রতিটি মানুষেরই ভিন্ন ভিন্ন জগত , সেই জগতের মানুষ টা অথবা চাকরি টাকে পাওয়ার আগেই তাকে হারানোর যে ভয় সেটাই ওভারথিঙ্কিং । এর থেকে বাঁচতে হলে সবসময় বর্তমানে বসবাস করতে হবে আর পজিটিভ ভাবতে হবে । নিজেকে বোঝাবেন , যে জিনিস আপনি এখনো অর্জনই করতে পারেননি অথবা যা ঘটেই নাই তা নিয়ে ভাবার প্রশ্নই আসে না।
মেডিটেশন করবেন সব ঠিক হয়ে যাবে।