যদি সূর্য কোন কারণে হারিয়ে যায় তবে প্রথমেই যা ঘটবে তা হচ্ছে সৌরজগতের গ্রহ, গ্রহাণু, ধূমকেতু গুলো নিজেদের অবস্থান থেকে সামনের দিকে অগ্রসর হয়ে একটি সরল রেখায় চলে আসবে।তখন গ্রহগুলো একে অন্যকে মহাকর্ষ বলের কারণে আকর্ষণ করতে শুরু করবে। এছাড়া সৌরজগতের ভেতরের দিকে অবস্থানকারী গ্রহগুলো বাইরের দিকে অবস্থানকারী গ্রহগুলোর তুলনায় দ্রুত গতিতে ঘুরতে থাকবে।
সূর্য না থাকলে আমাদের পৃথিবীর অবস্থা যে ভয়াবহ হবে। সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলেই যে পৃথিবী হুট করেই বরফ শীতল হয়ে যাবে না। কিছুক্ষণ মাছের মত জলের ওপরে আসলে টিকে থাকার মতো অবস্থা হবে। পৃথিবীর অন্যদিকে চাঁদ হঠাৎ করেই অদৃশ্য হয়ে যাবে। চাঁদ যে সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো না থাকলে চাঁদ দেখা যাবে কিভাবে! সূর্য অদৃশ্য হয়ে যাবার সাথে সাথেই পৃথিবীর উষ্ণতা কমতে শুরু করবে। একসময় তা শূন্য ডিগ্রির চাইতেও ১০০ ডিগ্রি বা আরও অধিক নিচে নেমে যাবে। দ্রুতই তা পরমশূন্য তাপমাত্রার কাছাকাছি তাপমাত্রায় চলে যাবে। এমনকি আমাদের বায়ুমণ্ডল পর্যন্ত বরফ হয়ে পৃথিবীর উপর ভেঙ্গে পড়বে। যার ফলে মহাজাগতিক ক্ষতিকর রশ্মি এসে সরাসরি আঘাত হানবে আমাদের উপর। এ অবস্থায় কিছু অতিক্ষুদ্র জীবাণু বেঁচে থাকতে সক্ষম হতে পারে। কিন্তু মানুষের বাঁচার সম্ভাবনা একেবারেই শূন্য। মানুষের খাদ্য ও অক্সিজেনের প্রধান উৎস গাছ তার সব কাজ করতে অক্ষম হয়ে যাবে। পৃথিবীর পরিণত হবে প্রাণহীন এক গ্রহে।