ঘূর্ণন গতি : কোন বস্তু যখন প্রসঙ্গবিন্দুকে কেন্দ্র করে সমদূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে...
পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘোরার কক্ষপথ একেবারে বৃত্তাকার নয়, উপবৃত্তাকার। কাজেই, পৃথিবী সর্বদা সূর্যের থেকে সমদূরত্ব বজায় রেখে ঘোরে না। নিয়ম মেনে কখনো কিছুটা দূরে সরে যায়, আবার কখনো কাছে আসে।
সুতরাং, সূর্যকে কেন্দ্র করে ঘুরলেও কক্ষপথ বৃত্তাকার না হওয়ায় পৃথিবীর সূর্যের চারদিকে ঘূর্ণন ' ঘূর্ণন গতি ' নয়।