আজকাল বিভিন্ন শিল্প কারখানায় জিনিসপত্র উঠানামা ও স্থাপনের জন্য রোবট কাজে লাগানো যায়। আবার জিনিসপত্র জোড়া লাগানো, প্যাকিং এবং জিনিষপত্র ব্যবহারের জন্য রোবটের ব্যবহার ফলপ্রসূ। আমরা যে “ড্রোন” দেখি সেটাও রোবটের মতন কাজ করে। তাকে দূর থেকে রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। কম্পিউটার এর মাদারবোর্ড এবং অন্যান্য সার্কিট তৈরিতেও রোবট ব্যবহার করা হয়।