1.বহুকোষী জীবদেহ গঠন ও দৈহিক বৃদ্ধি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে।
2.জীবের জনন অঙ্গ সৃষ্টি হয় মাইটোসিস কোষ বিভাজনের দ্বারা।
3.জীব কোষে ক্রোমোজোমের সমতা রক্ষা করে।
4.বহুকোষী জীবদেহে সৃষ্ট যে কোন ক্ষতস্থান মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে পূরন হয়।
5.কোষের নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে
6.জীব দেহে কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল কম,মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে এদের পূরণ ঘরে।
7.অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে ক্যান্সার,টিউমার হয়