জীববৈচিত্র্য সংরক্ষণ:
১)গাছ না কাটা এবং প্রচুর গাছ লাগানো।
২)পাহাড় না কাটা।
৩)নদীর পানি দূষিত না করা।
৪)পাখি শিকার না করা।
৫)রাস্তা -ঘাটের কুকুর-বিড়াল না মারা।
৬)শখের বসে পাখি খাঁচায় আটকে না রেখে প্রকৃতি তে অবমুক্ত করা।
৭)প্রত্যেকে নিজ নিজ জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।
এক কথায় যদি বলি, তাহলে বলবো, যেহেতু আমরা সবাই পরিবেশের অংশ, নিজেকে, নিজের পরিবার এর উপর যেমন পূর্ণ দায়িত্ব নিয়ে ভালোবাসেন, ঠিক তেমনি ভাবেই প্রকৃতির প্রত্যেকটি জিনিস কে নিজের মনে করে ভালোবাসুন,ভালো রাখুন,দেখবেন প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যত্নশীল হলে এমনিতেই, জীববৈচিত্র্য সংরক্ষিত থাকতে পারে।