"উটের একটি রোগ আছে যে রোগ হলে উট একদম খাওয়া-দাওয়া ছেড়ে দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত উট তখন শুধু সুর্যের দিকেই শুধু তাকিয়ে থাকে। এ রোগটির নাম হল হায়াম।অনেকেরই এ রোগের বিষয়ে ধারণা না থাকায় উট খাওয়া-দাওয়া ছেড়ে দিলে উটের উপর নানা ধরনের জুলুম করে। কিন্তু এমন কাজ বর্জনীয়। উটের “হায়াম” নামক এ রোগের সুস্থতা নির্ভর করে জীবিত সাপকে গিলে ফেলার মাধ্যমে।আর সাপ গিলে ফেলার পর উটের ধীরে ধীরে তৃষ্ণার অনুভূতি হয় এবং ৮ ঘন্টা এ অবস্থায় থাকার পর সাপের বিষের যন্ত্রনায় উটের চোখ থেকে অঝোরে পানি পড়তে থাকে। এক পর্যায়ে প্রচন্ড তৃষ্ণার কারণে উট একদমে প্রচুর পানি পান করে। আর এভাবে উট পুনরায় খাওয়া-দাওয়া শুরু করে অর্থাৎ আরোগ্য লাভ করে।"
এটা সব জায়গায় প্রচলিত। তবে এর কোনো সত্য ভিত্তি নেই/ট্রাস্টেড সোর্স নেই। বিষধর সাপ কামড় না দিলে যন্ত্রণা হবে না ৷ খেয়ে ফেললে সুন্দর করে হজম হয়ে যাবে কারণ সাপের মাংস তো প্রোটিন, বিষও প্রোটিন। ধর্মগত বিশ্বাস থেকে সাধারণত এটা খাওয়ানো হয়। তবে কোনো স্কোলার এ নিয়ে কিছু এখনো বলেনি।