এটি মূলত আর্মিরা নয় বরং নৌ সেনারা সাপের রক্ত খেয়েছিল। আমেরিকান ও থাইল্যান্ডের নৌ সেনারা সাপের রক্ত পান করেছিলেন কোবরা গোল্ড ওয়ার গেমস নামক জঙ্গলে বেঁচে থাকার একটি প্রোগ্রামে। আর এই প্রোগ্রামের অংশ হিসাবেই এই ভয়ঙ্কর কাজটি করেন সেনারা৷ তবে শুধু সাপের রক্তই নয়, কাঁকড়াবিছেও খান তারা৷
থাইল্যান্ডের ছনবুড়ি প্রদেশে অবস্থিত থাই নৌবাহিনী জঙ্গলে বেঁচে থাকার একটি বার্ষিক ড্রিলে অংশগ্রহণ করে বেশ কয়েক ডজন আমেরিকান ও থাই নৌ সেনা৷ সেখানেই একটি কোবরাকে পুড়িয়ে খাওয়ার আগে সেটিকে কেটে তার রক্তপান করে সেনারা৷
থাই সামরিক প্রশিক্ষকরা দক্ষিণ কোরিয়ার সেনা-সহ ওই দলটিকে জঙ্গলে বেঁচে থাকার জন্য আবশ্যিক কিছু প্রশিক্ষণ দেয়৷ যেমন, কাঁকড়াবিছে ও বিষাক্ত মাকড়সাদের খাওয়ার আগে কী করে তাদের বিষ বের করে নিতে হয়, জঙ্গলের মধ্যে কী করে জল খুঁজতে হয় এবং খাদ্যযোগ্য উদ্ভিদকে কী করে চিনবে প্রভৃতি৷
মূলত ড্রিলের দায়িত্বে থাকা থাই সার্জেন্ট মেজর চৈওয়াত লাদসিন বলেন, বেঁচে থাকার মূল চাবি হলো কী খেতে হবে তা জানা৷ সাপের রক্তপানের সম্পর্কে আমেরিকান সার্জেন্ট ক্রিস্টোফার ফিফি বলেন, এই প্রথম আমি সাপের রক্তপান করেছি৷ এটা এমন কিছু নয় যা আমেরিকাতে হয়৷