মাটির পানিতে কাদার কণা থাকে, আর এই কণার গায়ে বিভিন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন লেগে থাকে। এই আয়ন গুলো কাদার কণার গায়ে লেগে থাকা অবস্থায় হালকা ভাবে কাঁপতে থাকে। অন্যদিকে, মূলের কোষের প্লাজমা মেমব্রেনের আশেপাশেও বিভিন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন থাকে, এরাও নিজ নিজ জায়গায় কাঁপতে থাকে। যখন মূলের ক্যাটায়ন ও অ্যানায়ন গুলো ও মাটির পানিতে থাকা কাদার কণার ক্যাটায়ন ও অ্যানায়ন গুলো কাছাকাছি চলে আসে, তখন এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়, আর এদের মধ্যের কম্পন বেড়ে যায় অনেক। এই কারণে, কাদার কণা থেকে ক্যাটায়ন ও অ্যানায়ন গুলো ও প্লাজমা মেমব্রেন থেকে ক্যাটায়ন ও অ্যানায়ন গুলো মাটির পানিতে চলে আসে, এরপর এই পানি থেকে মূলের কোষে প্রবেশ করে। এই ভাবেও খনিজ লবণ পরিশোষণ হয়।