প্রজনন মৌসুমে পুরুষ ঘাসফড়িং অতিরিক্ত মিলনের কারণে দেহের সব শক্তি হারিয়ে ফেলে। তাই ওদের দেহের ইমিউন সিস্টেম দেহের জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে অক্ষম হয়ে পড়ে। আবার স্ত্রী ঘাসফড়িং একসাথে ২০০+ ডিম পাড়ার কারণে এদের মৃত্যু ঘটে।আর এই ২০০ টা ডিমের জন্য শুক্রাণু দিতে গিয়ে পুরুষ ঘাসফড়িং মারা যায়। তাছাড়া, অনেকের মতে,মিলনের সময় স্ত্রী ঘাসফড়িং এর চাহিদা না মিটলে সে পুরুষ ঘাসফড়িং এর মাথা চিবিয়ে খেয়ে ফেলে।এজন্য, ডিম পাড়ার পর পুরুষ ও স্ত্রী ঘাসফড়িং মারা যায়।