বৃষ্টি Rain
বৃষ্টির পানি ফোটায় ফোটায় পড়ার কারণ হলো পৃষ্ঠটান সংসক্তি বল, ও হাইড্রোজেন বন্ধন।
এর অন্যতম প্রধান কারণ হলো তরলের পৃষ্ঠটান। পৃষ্ঠটান হল কোন তরল পদার্থের অনু সমূহের পারস্পরিক আকর্ষণের কারণে সংকুচিত হওয়ার প্রবণতা , আর যার প্রভাবে এই পৃষ্ঠটানের উদ্ভব ঘটে তাকে বলা হয় সংসক্তি বল (cohesive force)।সংসক্তি বল হলো একই পদার্থের বিভিন্ন অনুগুলোর মধ্যকার আকর্ষণ বল,যেটি তার অণুগুলোকে সারফেস হতে বিচ্যুত হতে বাধা প্রদান করে এবং এবং পানির অণুগুলোকে সর্বাধিক কাছাকাছি অবস্থানে রাখে, যার ফলে বৃষ্টির পানি ফোটায় ফোটায় পরে। আর তাছাড়া কোন একটি তরল পদার্থ তার ক্ষেত্রফল সর্বদা সর্বনিম্ন রাখতে চায়, বিন্দু বা ফোটা অবস্থায় পানির আকৃতি সর্বনিম্ন হয় এটি বৃষ্টির পানি ফোটায় পড়ার অন্যতম কারণ ।
2 অনু হাইড্রোজেন ও 1 অনু অক্সিজেনের সমন্বয় পানি গঠিত।অক্সিজেন ও হাইড্রোজেন এর মধ্যকার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে পানির অনু পোলার হয়।ফলে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক পোল ও হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক পোল হিসেবে কাজ কর। ফলে পানির অণুগুলো যখন কাছাকাছি আসে তখন তাদের বিপরীত পোলের মধ্যকার আকর্ষণ বল কাজ করে যার ফলে তাদের মধ্যকার দূরত্ব সংকুচিত হয় , যার ফলে পানির অণুগুলো ফোটার আকৃতি ধারণ করে, এবং হাইড্রোজেন বন্ধন গঠিত হয়।