Feulgen Stain হলো একধরনের স্টেইনিং পদ্ধতি যা Robert Feulgen আবিষ্কার করেছিলেন। মুলত ক্রোমোজমের ডিএনএ(DNA) এবং এর রাসায়নিক ধর্ম পর্যবেক্ষণ করার জন্য এই পদ্ধতি চালু হয়।ডিএনএ এর এসিড হাইড্রোলাইসিস এর উপর এটি নির্ভর করে।ক্রোমোজোমে ফিউলজেন দিলে তা লাল রং ধারণ করে কিন্তু ফিউলজেন স্ট্যাইন এ রাসায়নিক পদার্থের রং ঘন কালো।