ফুয়াদ নূরেন-
মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের অনেক গুলো নিয়ামক আছে।
জিনগত, কগনিটিভ, পরিবেশগত, লার্নিং প্রসেস ইত্যাদি। জিনগত নিয়ামক নির্ধারণ করে আপনার বাহ্যিক চরিত্র গুলো। যেমন আপনি কি গম্ভীর হবেন নাকি খোলামেলা স্বভাবের, আপনি কি অনেক রাগী হবেন নাকি শান্ত স্বভাবের ইত্যাদি।
কোন পরিস্থিতিতে মানুষ কিরকম আচরণ করবে, সেটা নির্ধারিত হয় পারিপার্শ্বিক শিক্ষা এবং চিন্তাভিত্তিক প্ররোচনায়।
ভালো খারাপ হওয়াও আমাদের চিন্তাভিত্তিক নিয়ামক দ্বারা পরিচালিত হয়।