→ গ্রিক meta = মধ্যবর্তী।
→ এই ধাপে ক্রোমোসোম সবচেয়ে মোটা এবং খাটো হয়।
→ ক্রোমোসোম গুলো স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী স্থান বা বিষুবীয় অঞ্চলে থাকে।
→ ক্রোমোসোমের ক্রোমাটিডগুলো দুই মেরুতে যাওয়ার প্রস্তুতি নেয়। কারণ দুইটি ক্রোমাটিড এর দুইটি কাইনেটোকোর বিপরীত দিকে মুখ করে থাকে।