দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিক এলাকার আবহাওয়া গাছপালা এবং প্রাণীকূলের বেঁচে থাকার জন্যে ভীষণ প্রতিকূল। উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কিছুটা কম হলেও গভীর এলাকায় শীতকালীন তাপমাত্রা -২৮ থেকে -৬০ ডিগ্রি, যেখানে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে -৮৯.২ ডিগ্রি। পৃথিবীর সবচেয়ে শীতল, শুষ্ক এবং সর্বাধিক ঝড়ো-হাওয়াময় এহেন অঞ্চলে তুষারপাত হয় কিন্তু সে তুষার গলতে পারে না যথেষ্ট তাপের অভাবে, বছরের পর বছর কেবল জমতেই থাকে।
সংখ্যায় নগণ্য হলেও দক্ষিণ মেরুর তুন্দ্রা অঞ্চলে পেঙ্গুয়িন এবং সিল জাতীয় কিছু প্রাণী বাস করে, কিছু গাছও জন্মায় বিশেষ করে যে সব জায়গায় শিলাখণ্ড উন্মুক্ত হয়ে যায় বা মাটি বেরিয়ে পড়ে।