প্যালিআর্কটিক ও নিআর্কটিক এর বিশাল অংশ জুড়ে এই ধরণের তুন্দ্রা বায়োম অবস্থিত। উত্তর আমেরিকা, ইউরোপের উত্তরাংশ এবং সাইবেরিয়ার প্রায় ৫০ লক্ষ একর এলাকার আর্কটিক তুন্দ্রার অন্তর্ভুক্ত। এখানে মস, লাইকেন, ঘাস জন্মালেও কোনো প্রকারের বৃক্ষ প্রজাতির উদ্ভিদ জন্মায় না। এখান বসবাস করা প্রাণীদের মধ্যে রয়েছে, বল্গা হরিণ, মেরু খেঁক শিয়াল ইত্যাদি।