হিমালয়, উত্তর আমেরিকা, নরওয়ে ও সাইবেরিয়ান অঞ্চলের উঁচু উঁচু পাহাড় এই তুন্দ্রার অন্তর্ভুক্ত। এখানকার বাতাসে অক্সিজেনের পরিমাণ অনেক কম। এছাড়াও এখানকার উদ্ভিদ সারা বছরে মাত্র ৬ থেকে ৮ সপ্তাহ সালোকসংশ্লেষণ করতে পারে বলে এদের বৃদ্ধি খুব কম। তাই এখানে ছোট প্রজাতির উদ্ভিদ জন্মে থাকে।