→ গ্রিক pro = আদি
→ এই ধাপই মূলত প্রথম ধাপ। তাই এর নাম প্রোফেজ।
→ প্রোফেজ ধাপে প্রতিটি ক্রোমোসোম দুইটি ক্রোমাটিডে বিভক্ত থাকে।
→ সেন্ট্রিওল দুইটি কোষের দুই বিপরীত দিকে সরে আসে। স্পিন্ডল যন্ত্র গঠিত হতে থাকে।
→ নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে যায়।