- Preprophase দ্বারা বুঝায় প্রোফেজের পূর্বের ধাপ।
- যেসব কোষের কোষ গহবর সংখ্যা বেশি, সেসব কোষে মাইটোসিস হবার আগে নিউক্লিয়াস কোষের কেন্দ্রে চলে যায়।
- সম্ভাব্য স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল অর্থাৎ মাঝামাঝি জায়গায় মাইক্রোটিউবিউল ও একটিন ফিলামেন্ট দ্বারা একটি চক্র বা রিং তৈরি হয়। এই রিং থেকে পরে কোষ বিভাজিত হতে শুরু করে।