হৃদপেশী কখনো ক্লান্ত হয় না কেন?
হৃদপেশি এবং আপনার হাত পায়ের পেশির মধ্যে পার্থক্য আছে। আপনার হাত পায়ের পেশিগুলোকে বলা হয়, Skeletal muscle, যা হাড়ের সাথে সংযুক্ত থাকে। অন্যদিকে আপনার হৃদপেশিকে Cardiac muscle বলা হয়। কিন্তু স্বাভাবিকভাবেই দেহের যেই কোনো পেশির সঠিকভাবে কাজ করার জন্য শক্তির প্রয়োজন। কোষের শক্তি উৎপাদন কেন্দ্র, মাইটোকন্ড্রিয়া, adenosine triphosphate (ATP) নামক রাসায়নিক শক্তি উৎপন্ন করে পেশিগুলোকে সংকুচিত এবং প্রসারিত হওয়ার জন্য। হৃদপেশি ক্লান্ত না হওয়ার কারণ হলো এই পেশিতে দেহের অন্যান্য পেশির তুলনায় অধিক মাত্রায় মাইটোকন্ড্রিয়া থাকে। এতো পরিমাণে শক্তি উৎপাদন কেন্দ্র থাকতে সে ক্লান্ত হবে কিভাবে বলুন। এছাড়া অবিচলিত অক্সিজেন সরবরাহের ফলে এতে প্রয়োজনীয় বাকি সকল পুষ্টিগুণের সরবরাহ চলমান থাকে।