আইরিশ এবং পিউপিলকে ঢেকে রাখে কর্নিয়া। পিউপিল হলো আইরিশের মাঝের ছিদ্রটি যা ছানিমুক্ত চোখে কালচে দেখায় এবং ছানিযুক্ত চোখে ছানির পরিপক্বতার মাত্রা অনুসারে ধূসর বা সাদা দেখায়। স্বাভাবিক দৃষ্টির জন্য কর্নিয়া স্বচ্ছ থাকা আবশ্যক।
কর্নিয়াতে কোন রক্তনালী না থাকাটা এর স্বচ্ছ হওয়ার অন্যতম একটি কারণ। স্বচ্ছতার কারণে এর ভেতর দিয়ে আলো চোখের ভেতরে প্রবেশ করে এবং পেছনের রেটিনার ওপর পড়তে পারে। তখন আমরা কোন বস্তুকে দেখতে পাই। কর্নিয়া আলোক রশ্মি প্রবেশে সাহায্য করে।
কর্নিয়া কী এবং এটি কিভাবে কাজ করে- এমন প্রশ্নের উত্তরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ডা. মো. আবদুল কাদের বলেন, চোখের একটা অংশ হচ্ছে কর্নিয়া। চোখের বাইরে সামনে যে শক্ত আবরণ আছে তার একদম সামনে স্বচ্ছ কাঁচের মত অংশটুকুই হলো কর্নিয়া।
অধ্যাপক ডা. মো. আবদুল কাদের বলেন, খালি চোখে কর্নিয়া দেখতে পাওয়া যায় না। কারণ এটি হলো ক্রিস্টাল কেয়ার। এর কোন রঙ নাই। এটি একদম পরিষ্কার। এর ভেতর দিয়ে সমস্ত আলো চোখে প্রবেশ করে। চোখের দিকে তাকালে যে অংশটি দেখতে পাওয়া যায় তাতে আইরিশের কালারটাই দেখা যায়।
তিনি বলেন, কর্নিয়াটা খুবই স্বচ্ছ তাই আমরা তার পেছনের অংশটা দেখতে পাই। কর্নিয়ার কিছু খুব গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তার মধ্যে একটি হলো, চোখের ভেতরে আলো প্রবেশ করে দৃষ্টি বা দৃষ্টির আবহ তৈরি করা। আমাদের চোখের বা দেখার পাওয়ার ৭০ ভাগ কর্নিয়া ধারা নিয়ন্ত্রিত হয় আর অবশিষ্ট ৩০ ভাগ অন্যান্য অংশ ধারা নিয়ন্ত্রিত হয়। সূত্র- যুগান্তর