লেন্স উভোত্তল এবং দেখতে চাকতির মতো। লেন্স চারপাশে সাসপেন্সরী লিগামেন্ট (Suspensory ligament) নামক তন্তু দিয়ে বেষ্টিত থাকে যার অপর প্রান্ত কোরয়েড স্তরের সিলিয়ারী বডির (Cilliary body) সাথে যুক্ত থাকে।
লেন্সে রক্ত সরবরাহ নেই।
আলোকরশ্মি বাহির থেকে পিউপিল হয়ে লেন্সে আপতিত হয়।লেন্স উক্ত আলোকরশ্মিকে রেটিনার একটা নির্দিষ্ট অংশে প্রতিফলিত করে।