সাধারণত দুধরনের বলের ব্যাবহার দেখাযায় ক্রিকেটে সাদা বল ওয়ানডে ক্রিকেটে ও লাল বল টেস্ট ক্রিকেটে।
টেস্ট খেলাটি সাধারণত দিনের আলোতেই খেলা হয়ে থাকে। যেখানে খেলোয়াড়দের পোষাক থাকে সাদা এবং বল ব্যবহার করা হয় লাল রঙের। লাল রঙের বল ব্যবহার করার কারণ অনেকটাই সহজ। যেহেতু এই খেলাটি দিনের আলোতে খেলা হয়ে থাকে তাই বলের রং যাই হোক না কেনো তা ব্যাটসম্যান দেখে নিতে পারে খুব সহজে। এর আরেকটি কারণ হচ্ছে, যেহেতু টেস্ট খেলার পোষাক সাদা থাকে সেহেতু সেখানে যদি সাদা রঙের বল ব্যবহার হয় তবে ব্যাটসম্যানদের জন্য বল বুঝতেও সমস্যা হয়ে থাকে। তাই একজন ব্যাটসম্যানের সুবিধার্থেই টেস্ট খেলায় পোষাক সাদা এবং বল লাল রঙের ব্যবহার করা হয়ে থাকে।
অন্যদিকে, ওয়ানডে খেলায় সাদা বল ব্যবহার করারও যথাযথ কারণ রয়েছে। ওয়ানডে সাধারণত দিবা-রাত্রি ম্যাচ হয়ে থাকে। আর রাতের ম্যাচে যদি লাল ব্যবহার করা হয় তবে বলের রং পরিবর্তন হয়ে যায় অতি সহজেই।
স্টেডিয়ামের ফ্লাড লাইটের হলুদ আলোয় লাল বলটিও পিচের রং ধারণ করে ফেলে। যা দেখতে বাদামী রঙের মতো দেখায়। আর এতে করে ব্যাটসম্যানরাও বল খেলতে সমস্যা বোধ করে। যেজন্য ওয়ানডেতেও ব্যাটসম্যানদের সুবিধার্থেই সাদা রঙের বল ব্যবহার করা হয়ে থাকে