"pneumonoultramicroscopicsilicovolcanoconiosis"
এটি প্রসিদ্ধ ডিকশনারিগুলোর মধ্যে সবচেয়ে বড় শব্দ। এর দ্বারা ফুসফুসের একটি রোগ নির্দেশিত।
তবে ইংরেজিতে এর চেয়েও বড় শব্দ আছে। জানা মতে, সবচেয়ে বড় ইংরেজি শব্দ টি একটি প্রোটিনের নাম যেটি লিখতে 53 পেজ লাগে । সঙ্গত কারণেই তা ডিকশনারিগুলোর অন্তর্ভুক্ত নয়। উপরন্তু এটি শুধুমাত্র মেডিকেল লিমিটেড কাজেই ব্যবহৃত হয়। তাই উপরোক্ত শব্দ টিকেই ইংরেজিতে সবচেয়ে বড় শব্দ ধরা যেতে পারে।
ধন্যবাদ। ।