ইংরেজিতে সাধারণত Q এর পরে U হয়ে থাকে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম লক্ষনীয়। U ছাড়াও Q এর ব্যবহার ইংরেজিতে আছে। এগুলোর বেশিরভাগই এসেছে আরবি, চীনা ভাষা, হিব্রু ইত্যাদি থেকে। যেমন Faqir একটি শব্দ যেটি আরবি فقير থেকে এসেছে।
এই ধরনের শব্দগুলো প্রধানত বিশেষ্য হয়ে থাকে। তবে তার মধ্যে নাম বিশেষ্যের সংখ্যাই বেশি। যেমন Iraq(দেশ), Qatar(দেশ), Iqaluit(রাজধানী), Qaqortoq(শহর), Compaq(কম্পিউটার কোম্পানি), Nasdaq(পুঁজি বাজার), Qantas(এয়ারলাইন), QinetiQ(প্রযুক্তি কোম্পানি), Saqqara(মিশরীয় গ্রাম) ইত্যাদি।