১) বাঙ্গির এন্টি-অক্সিডেন্ট বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
২) বাঙ্গিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন 'বি' যা চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।
৩) বাঙ্গিতে আছে প্রচুর পরিমাণে আঁশ বা ডায়াটারি ফাইবার, যা খাবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।
৪) বাঙ্গির পটাশিয়াম উচ্চ রক্তচাপ প্রতিরোধে সক্ষম। মস্তিষ্কে অক্সিজেন প্রবাহে সহায়তা করে, শরীরের অবসাদ ভাব দূর করে।
৫) এই ফলে নেই তেমন কোনো চর্বি বা কোলেস্টেরল। বাঙ্গির শরবত খেলে খাবারে অরুচি, নিদ্রাহীনতা, আলসার ও অ্যাসিডিটি দূর হয়।
৬) এছাড়াও ব্লাড প্রেশার ঠিক রাখতে, স্ট্রেসের বিপক্ষে লড়তে, ইমিউন সিস্টেম ঠিক রাখতে বাঙ্গির জুড়ি নেই৷
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকে না জেনে, ট্রেন্ডের সাথে গা ভাসাতে বাঙ্গি নিয়ে ট্রল করছেন। এতে আমরা যেমন বঞ্চিত হচ্ছি উপরের উপকারিতা থেকে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। এমনিতেই তারা ন্যায্যমূল্য পাচ্ছে না, সেখানে আমাদের বিরূপ মন্তব্য সরাসরি আঘাত হানছে তাদের ক্ষেতে, তাদের জীবন-জীবিকার উপর।